মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

0
248
728×90 Banner

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জে মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক এম.কে হাদি এবং আলমগীর ফকিরের যৌথ পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, সিলেট জেলা বারের আইনজীবি জাকির আহমদ, আমেরিকা প্রবাসী জাফর ফারুক কুনু। বক্তব্য দেন শিক্ষানুরাগী হারু মিয়া, দেলওয়ার হোসেন, খসরুর জামান খসরু, জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
প্রধান অতিথি আমিনুল ইসলাম রাবেল তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষায়-আধুনিকরণসহ যুগান্তকারী পরবির্তন এনেছে। এর ফলে ইসলামি শিক্ষায় শিক্ষিত এ প্রজন্ম বিশিষ্ট আলেম,চিন্তাবিদ হওয়ার পাশাপাশি বাস্তব, জীবনমুখী, প্রযুক্তিনির্ভও ও দক্ষ মানবসম্পদে পরিণত হবে। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীতে এদেশের কর্ণধার হবে। সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার কোন বিকল্প নেই। তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোযোগী হওয়ারও আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার রানিক, মাদ্রাসার সহ-সুপার আব্দুল ওয়াদুদ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল খালিক, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, আব্দুস সুবহান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক শেখ জাহিদ হাসান, ছাত্রনেতা ফখরুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন, গৌছ উদ্দিন, হেনু মিয়া, নুরুজ্জামান, হালিমা বেগম, হেলাল উদ্দিন, মাদ্রাসা শিক্ষক রাজু মিয়া, আবিদ হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here