
ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ বুধবার ( ২৩ ডিসেম্বর ২০২০ ) মুক্তিযোদ্ধা মিলন মেলা ২০২০ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা টঙ্গীর হোন্ডা রোডস্থ গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ও অন্যতম ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা: নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭১র যুদ্ধ কালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ গনি ,বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন আহমেদ গেরিলা,বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন কাইয়া,বীর মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মতিউর রহমান মতি, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল,মহিউদ্দীন সরকার,মাহাবুবুর রহমান চৌধুরী, কন্ঠ শিল্পী মো: সেলিম, ইব্রাহিম খলিল, শিক্ষক বাবু রঞ্জিত কুমার কর্মকার,মো: আ. রাজ্জাক,সমাজ সেবক হাজী আহসান উল্লাহ প্রমুখ।
