মুক্তিযোদ্ধা শিক্ষক নেতা ও রাজনীতিবিদ আব্দুল মজিদ ভূঞা আর নেই

0
240
728×90 Banner

হলধর দাস নরসিংদী: বীরমুক্তিযোদ্ধা,ত্যাগী বাম রাজনীতিবিদ,রায়পুরা থানা ন্যাপ(মোজাফ্ফর) এর সাবেক সভাপতি,গণতন্ত্রী পার্টির ও গণফোরামের রায়পুরা উপজেলার সাবেক সভাপতি,ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সাবেক সভাপতি,সায়দাবাদ উচ্চ বিদ্যালয় ও আরএম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক,ইসলামপুর উচ্চ বিদ্যালয়,পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও রায়পুরা আরকেআরএম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক,বাংলাদেশ শিক্ষক সমিতি রায়পুরা উপজেলার সাবেক সভাপতি,আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ ভূইয়া ২ সেপ্টেম্বর সোমবার ভোর ৫ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়াইন্নাই হিলাহে রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ৩ কন্যা আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ১ম জানাজার নামাজ বাদ যোহর রায়পুরা হাফিজিয়া মাদ্রাসার মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ আছর নিজ গ্রামে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার আগে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম মরহুম বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অর্নার প্রদান করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, মীর্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান, সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ নূর সাখাওয়াত হোসেন,রায়পুরার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, মরহুমের পুত্র মোঃ আক্তারুজ্জামান জামান প্রমুখ। পরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে রায়পুরায় জানাজা আগে কেন্দ্রীয় শিক্ষক নেতা মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে। দ্বিতীয় জানাজা শেষে তাকে আদিয়াবাদে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here