মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির মানববন্ধন

0
77
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): আজ ০৩ জুলাই ২০২২ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব সন্মুখ সড়কে বীর মুক্তিযোদ্ধাদের লুটতরাজকারী ও নারী নিপীড়নকারী বলে মন্তব্য করায় অনতিবিলম্বে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শিক্ষক অজিত কুমার মজুমদারকে পদচ্যুত সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি জনাব মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য ও মহানগর ইউনিট কমান্ডা এর সাবেক কমান্ডার জানাব শহিদুল ইসলাম শফি, সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মাকসুদা সুলতানা ঐক্য, শহিদুল ইসলাম, সময় মুরাদ, অগ্রনী ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডা এর সভাপতি আল-মামুন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সম্পাদকমণ্ডলীর সদস্য জুয়েল, সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডা এর সভাপতি আব্দুর রায়হান ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেরানীগঞ্জ উপজেল কমান্ড এর সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক সুমন, ডেমরা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ নেতৃবৃন্দ।
উপস্থিত সকলে অজিত কুমার মজুমদারকে পদচ্যুতসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কেন্দ্রীয় সভাপতি জনাব মেহেদী হাসান বলেন আগামী ০৭ দিনের মধ্যে দাবির সাথে সংগতি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যার্থ হলে আগামীতে মাননীয় ভিসি মহোদয় বরাবর স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here