
ডেইলি গাজীপুর প্রতিবেদক : মুক্তরাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় বর্ধিত সভা আজ ১৫ নভেম্বর শুক্রবার কেন্দ্রীয় দপ্তরে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। এতে দেশে ১২ টি জেলার প্রতিনিধি উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় মুক্ত রাজনৈতিক আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি স্বরূপ হাসান শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিল্টন হোসেন। আলোচনায় অংশ নেন সংগঠনের দপ্তর সম্পাদক মাসুম মিয়া সেন্টু, কেন্দ্রীয় সংগঠক হাফিজুল ইসলাম খোকন, নোয়াখালী জেলা টিমের সভাপতি মোঃ হামিদুল হক, রাজশাহী জেলা টিমের সভাপতি মামুনুর রশীদ মামুন, মৌলভীবাজার জেলার প্রতিনিধি আবু চৌধুরী, কুমিল্লা জেলার প্রতিনিধি আবু তাহের,সংগঠনের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী মিন্টু, কামরুল আহসান অপু, এস এম মনিরুজ্জামান প্রমুখ। বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মুক্ত রাজনৈতিক আন্দোলন এর কেন্দ্রীয় সম্মেলন ফেব্রুয়ারি -২০২০ সালে অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত হয়।






