মুজিববর্ষ উপলক্ষে তিন শতাধিক দুস্থকে খাবার প্রদান

0
139
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে তিন শতাধিক দুস্থ নারী-পুরুষ ও শিশুকে মধ্যাহ্নভোজ করিয়েছেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। বুধবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে তিনি তাদের হাতে দুপুরের খাবার তুলে দেন। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশ দুস্থদের মাঝে এই খাবার বিতরণের আয়োজন করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্র জানায়, ‘মুজিববর্ষ উপলক্ষে দুস্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রতিবন্ধী ও প্রবীণদের সহায়তা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় দুই শতাধিক অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও প্রবীণদের মাঝে ২০ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সহায়তা প্রদান করেন জাতীয় সংসদের সংরক্ষিত ৩১৫ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। এ সময় এমপি সুলতানা নাদিরা বলেন, জাতির জনকের আত্মার শান্তি কামনায় জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজস্ব তহবিল থেকে অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও প্রবীণদের মাঝে অর্থসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here