মৃনালিনীর বিরহী বীনা

0
75
728×90 Banner

অনামিকা চৌধুরী 

শ্রাবণ ঘন সন্ধ্যা ক্ষণে
অভিসারে লুকিয়ে মনে
স্মৃতি সুদূর সঙ্গ পানে
তুমি ছিলে আপনজনে।

লাল সিদূরের রাঙ্গা সিঁথি
বাজিয়ে বীনা প্রেম গীতি
তোমা বুকে আমার সোহাগ প্রীতি
মাধুরী মর্মরছন্দে সংসার নীতি।

সব মিলিয়ে তোমা চরণতলে
পুলকিত পুষ্প পাপড়ী জলে
তোমা পরশনে প্রেম আচঁলে
জীবন সুধা কামনা ছিল তোমা অন্তরালে।

হৃদয় প্রান্তে আসিয়া যবে
সন্ধ্যা রবির বিরহে সবে
অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে লবে
নয়নে বিরহ একেঁ ছেড়ে গেলে ভবে।

বিজন ঘরে রিক্ত দ্বারে
মৃনালিনী প্রেম বধুয়ারে
ছেড়ে গেলে কালের দোষে
মরছি আমি অগ্নি রোষে।

তুমি বিনে অন্তর হতাশসম
তুমি আমার শ্রেয়তম
পূজা গৌরব পূণ্য বিভব প্রিয়তম
পূজারি মাল্য পড়িয়েছি তোমা মম।।

(কবি গুরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা)

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here