মেধাবী শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিয়ে যাবার চাবিকাঠি-এমপি মুন্না

0
170
728×90 Banner

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : মেধাবী শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিয়ে যাবার চাবিকাঠি। নিম্নমধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতায় সরকারি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের সকলের পাশে দাঁড়ানো উচিত। একজন মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করতে পারে। বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধে মেধাবী শিক্ষার্থীরাই সোচ্চার আন্দোলন গড়ে তোলার একমাত্র হাতিয়ার। শনিবার সকালে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান শিখার আয়োজনে শিখার চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এ কথা বলেন। তিনি আরো বলেন- যেখানেই সন্ত্রাস, মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং এর ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে ৯৯৯ এ কল করলেই প্রশাসন ব্যবস্থা নিবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-সুপ্রীম কোর্টের ব্যারিষ্টার শাহাদত আলম, জেলা আওয়ামীলীগ সহসভাপতি মোস্তফা কামাল খান, প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন জেলা আওয়ামীলীগ সদস্য গাজী হাসান খসরু খান, শিখার মহাসচিব কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক হাজী ইসমাইল হোসেন, মোঃ আব্দুল রশিদ বাবলা, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম সজল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা নুর দিপু,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আশরাফ আলী খান ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিখার সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here