মেধাবী স্বাধীনের উচ্চ শিক্ষা অর্জনের আশা কি পূরণ হবে ?

0
206
728×90 Banner

সীমান্ত অঞ্চল প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলা সদরে অবস্থিত সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রায় দেড়শ’ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু ওই বিদ্যালয় থেকে মাত্র ১জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। আর এই মেধাবী শিক্ষার্থী হলেন রামেরকুড়া গ্রামের বিদ্যুৎ মিস্ত্রি মোশারফ আলীর পুত্র স্বাধীন।পুরো নাম মোঃ স্বাধীন মিয়া। অভাব দমাতে পারেনি স্বাধীনকে। অদম্য মেধাবী স্বাধীন বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন প্লাস পেয়েছে। অভাবের সংসারে স্বাধীনের লেখাপড়া হয়েছে কষ্টের মধ্যদিয়ে।সকালে কোন কোন দিন না খেয়ে তাকে স্কুলে যেতে হয়েছে।অভাবী বাবার কাছে প্রয়োজনে টাকা না পেয়ে প্রাইভেট পড়া হয়নি।বাড়ীতে বিদ্যুৎ ছিল না। কেরোসিন না থাকলে রাতের পড়া দিনের আলোতেই পড়ার কাজ শেষ করেছে স্বাধীন। মেধাবী স্বাধীন ঝিনাইগাতী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডন প্লাস) পেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল। স্বাধীনের পিতা মোশারফ আলী জানান,স্বাধীন ভাল রেজাল্ট করবে তা আগে থেকেই জানতাম।কারন অভাবের সংসারে ঠিকমতো ভালো খাবার দিতে পারিনি, প্রাইভেট পড়ার খরচ দিতে পারিনি।কিন্তু এসব না পেলেও লেখাপড়ার ব্যাপারে স্বাধীন কখনো সে থেমে থাকেনি। তার ইচ্ছা শক্তি তাকে ভাল পেতে সহায়তা করেছে। ছেলে পরীক্ষায় ভাল ফল করল কি হবে। তার কলেজে ভর্তির টাকা কোথায় পাব।কিভাবে লেখাপড়ার খরচ চালাবো এই চিন্তায় রাতে আমার ঘুম আসেনা। স্বাধীনের মাতা মোছাঃ সেলিনা খাতুন বলেন, ছেলের ইচ্ছা আরো লেখাপড়া করবে। ছেলে লেখাপড়ায় ভালো।কিন্তু আমরা ছেলের সাধ পুরণ করবো কিভাবে।আমাদের অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়।আমরা ঠিকমতো দু’বেলা পেট ভরে খাবার পাইনা। স্বাধীনের বাবা বিদ্যুৎ মিস্ত্রির কাজ করে যা পায় তা দিয়ে কোন ভাবে ক্ষেয়ে না ক্ষেয়ে সংসার চলে।কিন্তু আমাদের অভাবের সংসারে ছেলের লেখাপড়ার খরচ চালাবো কিভাবে? স্বাধীন উচ্চ শিক্ষা অর্জন করে সে ভবিষ্যতে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। বাবা-মার অনুপ্রেরণা এবং শিক্ষকদের সহযোগিতায় সে আশানুরূপ ফল করেছে বলে জানায়।স্বাধীন বলেন,বাবার অভাবের সংসারে সামর্থ্য না থাকায় কোন ব্যাংক থেকে যদি শিক্ষা বৃত্তি পাই তবে ভালো।আর ঋণ বা বৃত্তি না পেলে টিউশনী করে হলেও উচ্চ শিক্ষা অর্জন করে আমার বাবা-মার সংসারের অভাব দূর করবো। স্বাধীন দীপ্ত কন্ঠে বলেন,বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড,আতিউর রহমান সাহেব যদি ৮ মাইল হেটে দুধ বিক্রি করে এতো বড় হতে পারেন আমি কেন টিউশনী করে উচ্চ শিক্ষা অর্জন করতে পারবো না ?

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here