যমুনা ব্যাংকে ১২ কোটি টাকা আত্মসাৎ,ম্যানেজার গ্রেপ্তার

0
141
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু : ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার সওগাত আরমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (২৯ জুলাই) সকালে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা তাকে নিজেদের হেফাজতে নেন।
জানা গেছে, সওগাত আরমান যমুনা ব্যাংক বগুড়া শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালে বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে ১২ কোটি ১৬ লাখ টাকা স্থানান্তর করেন। পরে সেই টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করেন তিনি।
দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, অনুসন্ধানে ম্যানেজার সওগাত আরমান টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়।
এরপর মঙ্গলবার রাতে ব্যাংকের শাখায় অভিযান চালিয়ে তাকে আটক করে বগুড়া সদর থানা হেফাজতে রাখা হয়। বুধবার দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে সওগাত আরমানের নামে মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
তিনি আরও জানান, সওগাত আরমানকে দুদক হেফাজতে নেয়া হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here