যুবলীগ নেতার হাতে মৎসজীবী লীগের সভাপতি লাঞ্ছিত

0
52
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথিত যুবলীগ নেতা একেএম পলাশ জলিলের হাতে লাঞ্ছিত হলেন গাজীপুর মহানগর মৎসজীবী লীগের সভাপতি আসাদুল কবির। মঙ্গলবার রাত বারোটার দিকে টঙ্গীর নতুন বাজার আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় দলীয় কার্যালয়ের সামনে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এর সাথে দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন দলীয় বেশ কিছু নেতাকর্মী। একপর্যায়ে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য গাড়িতে উঠলে দলীয় কার্যালয় থেকে প্রতিমন্ত্রীর সাথে কথা বলতে যান মৎসজীবী লীগের সভাপতি আসাদুল কবির। পতিমধ্যে অসতর্কতা বসত পলাশ জলিলের সাথে ধাক্কা লাগে।
পরে প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর ধাক্কা দেওয়ার কারণ জানতে চেয়ে বাকবিতন্ডায় জড়ান পলাশ। এসময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আসাদুল কবিরের উপর চড়াও হন কথিত ওই যুবলীগ নেতা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা পলাশকে শান্ত করার চেষ্টা করলে আরো উত্তেজিত হয়ে ওঠেন তিনি। পরে বিভিন্ন স্থানে ফোন দিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসীকে ঘটনাস্থলে আনেন পলাশ। এ সময় উভয় পক্ষের ভিতরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে উপস্থিত মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ বলেন, প্রতিমন্ত্রী মহোদয় চলে যাওয়ার পর হাতাহাতির ঘটনা দেখতে পেয়ে দ্রুত উভয়পক্ষকে নিভৃত করি। কি কারনে ঘটনার সুত্রপাত সেটা জানতে পারিনি।
এ বিষয়ে কথা হলে পলাশ জলিল বলেন, মারামারির কোন ঘটনা ঘটেনি বড় ভাই ছোট ভাই একটু রাগারাগি হয়েছে। বড় ভাই একটু রাগারাগি করেছেন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, দুইজনের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল নিজেরা সমাধান করে নিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here