রংপুরে সাংবাদিকদের উপহার দিলেন সেনাবাহিনী

0
147
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর : রংপুরে করোনা মোকাবিলায় সাংবাদিকদের উপহার স্বরুপ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদিসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় সাংবাদিক ছাড়াও হকার, দিনমজুর, শ্রমিক এবং প্রয়াত সাংবাদিকদের পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়।উপহার সামগ্রী প্রদানকালে ৬৬ পদাতিক ডিভিশনের ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্ণেল মো. তারিকুল আলম বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অদৃশ্য করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ যুদ্ধে চিকিৎসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংবাদকর্মীরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছে। মানুষকে সচেতন করছে। ইতোমধ্যে অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সামান্য উপহার দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই।সামাজিক দূরত্ব মেনে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে করোনা ঝুঁকি রোধে সুরক্ষা সরঞ্জামাদি হিসেবে ফেস মাস্ক, পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়।এসময় রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, যুগ্ম সাধারণ স¤পাদক মানিক সরকারসহ সেনাবাহিনীর ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here