রংপুর নগরীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও ভাংচুর

0
291
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর : রংপুরে দাবিকৃত চাঁদা না পেয়ে মাকসুদুর রহমান নামে ব্যবসায়ীকে মারধর ও প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার (২৬ অক্টোবর) রাতে নগরীর উত্তর বাবুখাঁ এলাকাতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় রংপুর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলায় গুরুত্বর আহত মাকসুদার রহমান জানান, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে শওকত হোসেন সৈকতের নেতৃত্বে অন্তত তার ১৫-২০ জন সহযোগিরা আমার বাসা ও অফিসে বিভিন্ন সময়ে দাবি করা চাঁদা নিতে আসেন। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সৈকতসহ তার সাঙ্গপাঙ্গরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে দলবদ্ধভাবে আমাকে মারধর করে।
এসময় সৈকত তার হাতে থাকা ছোট লোহার ছুরি দিয়ে আমার দিকে আঘাত করলে, আমার বাম চোখে আঘাত লাগে। আমি চোখ ধরে চিৎকার করার সময় সৈকত, আশরাফুল, আরিফ, জাহাঙ্গীর, মানিক, মিঠুসহ অজ্ঞাতরা আমার ঘর ও অফিস ভাংচুর করে।
ক্ষতিগ্রস্ত মাকসুদার রহমান আরও বলেন, হামলাকারী চাঁদাবাজরা ঘরের ওয়ারড্রপের ড্রয়ারে রাখা আমার ব্যবসার ২ লাখ টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে চলে যায়। তাদের হামলায় আমার ঘরে ও অফিসে প্রায় চলি­শ হাজার টাকার আসবাবপত্রের ক্ষতি হয়েছে।
এঘটনার পর থেকে হামলাকারীরা এখনো বিভিন্নভাবে ভয়ভীতি ও হুকমি প্রদর্শন করে আসছে বলেও দাবি করেন এই ব্যবসায়ী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here