রমজান মাসব্যাপী ২ হাজার দরিদ্র পরিবারকে সবজি দিবে ছাত্রলীগ

0
112
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গোপালগঞ্জে এবার শহর ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। চলতি রোজার মাস ধরে তারা গোপালগঞ্জ জেলা শহর ও এর আশপাশ এলাকায় এই কর্মসূচি চালিয়ে যাবে তারা। মাসব্যাপী এই কর্মসূচিতে দুই হাজার কর্মহীন মানুষের মধ্যে সবজি বিতরণ করা হবে বলে জানিয়েছেন শহর ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক।
এরই অংশ হিসেবে শনিবার প্রথম দিনে শহরের ব্যাংকপাড়া যুবিল্যান্ড রেঞ্জার্স ক্লাব চত্বরে ২০০ শ্রমজীবি মানুষের মধ্যে বিভিন্ন প্রকার সবজি বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসব সবজির মধ্যে রয়েছে লাউ, কুমড়া, উচ্ছে, কুশি, ঢেড়শ, পুইশাক ও কলমি শাক।
বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ উর্মি হক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ রাজুসহ শহর ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here