রাঙ্গামাটিতে ব্রাশফায়ার নিহত ৮, আহত-১৬: গুলিবিদ্ধদের হেলিকপ্টারযোগে নেওয়া হচ্ছে সিএমএইচে

0
221
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ সময় আরও ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
নিহতরা হলেন- সহকারী প্রিজাইডিং অফিসার ও বাঘাইছড়ি কিশালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন, ভিডিপি সদস্য মো. আল আমিন, বিলকিস, জাহানারা বেগমএবং মিহির কান্তি দত্ত ও বাসের হেল্পার মন্টু চাকমা।
আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাঘাইছড়ি উপজেলার ৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা সাজেকের কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন।
তাদের বহনকারী গাড়িটি সন্ধ্যা সাড়ে ৬ টায় দিঘিনালা-মারিশ্যা সড়কের নয় মাইল এলাকায় পৌছলে সন্ত্রাসীরা এলোপাতারি ব্রাশফায়ার করে। এতে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ হতাহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা ৫ জনকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হতাহতরা নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাঘাইছড়িতে ফিরছিলেন।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
উল্লেখ্য, ইউপিডিএফ সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা সকালে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টা পর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here