
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় হাফেজ (৮) নামে এক শিশু নিহত হয়েছেন। কাভার্ড ভ্যান চালক কৌশলে পালিয়ে গেলেও মিল্ক ভিটা কোম্পানীর গাড়িটি পুলিশ জব্দ করেছে। খবর পেয়ে শাহআলী থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আজ রোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর কমার্স কলেজের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ডিএমপি’র মিরপুরের শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাউদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ জানান, আজ সকাল সোয়া ১০টার দিকে মিরপুর কমার্স কলেজের সামনের রাস্তা রাস্তাপারাপারের সময় দ্রæতগতিতে এসে মিল্ক ভিটা কোম্পানীর একটি কাভার্ড ভ্যান ৮ বছরের শিশু হাফেজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বছরের শিশু হাফেজ মিরপুর-১, ঝিলপাড় বস্তিতে মা পাখি আক্তারের সঙ্গে বসবাস করে আসছিল। নিহতের পিতার নাম মো: হাফিজ উদ্দিন। নিহত শিশুর মা পাখি আক্তার পেশায় একজন পিঠা বিক্রেতা। মিল্ক ভিটা কোম্পানীর কাভার্ড ভ্যান জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় শাহআলী থানায় রোড এক্রিডেন্ট আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।






