পাবনায় ভার্চুয়াল ফার্নিচার শোরুম হাতিলের উদ্যোগে ক্যাম্পিং

0
158
728×90 Banner

আর কে আকাশ: পাবনায় দেশের প্রথম ভার্চুয়াল ফার্নিচার শোরুম হাতিলের উদ্যোগে ভার্চুয়াল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০ থেকে ১২টা পর্যন্ত পাবনা জেলা স্কুলে এ ভার্চুয়াল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ক্যাম্পিং এর উদ্বোধন করেন হাতিল ফার্নিচারের রাজশাহী বিভাগীয় ইনচার্জ অরুণ মজুমদার, পাবনা হাতিল শোরুমের প্রোপাইটর একেএম মঞ্জুরুল হক।
এসময় সহকারী প্রধান শিক্ষক আ. রাজ্জাক, সহকারী শিক্ষক আসাদুজ্জামান খান, আকমল হোসেন, রফিকুল ইসলাম, মানেজার সেলিম মোর্শেদ মিয়া রানা, সিনসা প্রেস এন্ড প্যাকেজিং এর চেয়ারম্যান ইসরাত জেরিন খান, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, নিরাপদ সড়ক চাই পাবনা জেলা কমিটির সভাপতি খন্দকার গোলাম হাসনায়েন কোয়েল, অর্থ সম্পাদক ফারুক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আগামী ২৮-৩০ নভেম্বর দেশের প্রথম ভার্চুয়াল ফার্নিচার শোরুম হাতিল এর পাবনা শোরুমে ‘আমার ঘরে হৃদয়জুড়ে’ কনটেস্ট এন্ড গিফট কালেকশান ক্যাম্পিং ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উক্ত ক্যাম্পিং ও প্রদর্শনীতে পাবনাবাসীকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন পাবনা হাতিল শোরুমের প্রোপাইটর একেএম মঞ্জুরুল হক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here