রাজধানীতে দুই পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

0
129
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে ওজন কারচুপির অপরাধে দুই পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
পেট্রল পাম্প দুটি হলো-মেসার্স এইচ পি ফিলিং স্টেশন ও রায়হান ফিলিং স্টেশন।
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার বুধবার দু’টি পেট্রোল পাম্পকে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্ব পরিদর্শক মো. বিল্লাল হোসেন ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।
বিএসটিআই’ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স এইচপি ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে দুইটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৭০ ও ৬০ মিলি লিটার এবং একই এলাকার মেসার্স রায়হান ফিলিং স্টেশন দুইটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০০ মিলি করে জ্বালানি তেল কম দিয়ে আসছিল।
এতে আরো বলা হয়, ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠান দু’টিকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলোর সাহায্যে তেল সরবরাহ/বিক্রয় বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here