রাজধানীতে নকল প্রসাধনী তৈরী করার অভিযোগে দুই জনকে কারাদন্ড

0
111
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মুগদা থানা এলাকায় নকল প্রসাধনী সামগ্রী তৈরী করার অভিযোগে দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)র ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন- মহিউদ্দিন (৩২) ও মোঃ নাজিম (২৬)।
ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
ডিএমপির মুগদা থানার অফিসার (ইনচার্জ) প্রলয় কুমার সাহা উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো: সাইদুজ্জামান এর নেতৃত্বে রাজধানীর মুগদা থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, অভিযানকালে নকল প্রসাধনী সামগ্রী উৎপাদন করার জন্য মহিউদ্দিন’কে এক বছর ছয় মাস ও মোঃ নাজিমকে তিন মাস সশ্রম কারাদন্ড প্রদান করে ডিএমপির ভ্রাম্যমান আদালত। একই সাথে ঘটনাস্থল থেকে নকল প্রসাধনী সামগ্রী ও প্রসাধনী তৈরির মেশিনসহ বিভিন্ন প্রকার সরঞ্জামাদি জব্দ করা হয় বলে সংবাদ বিঞ্জপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here