রাজধানীতে হিযবুত তাহরীর ৪ সদস্য গ্রেফতার

0
199
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর শাহবাগ ও তেজগাঁও পৃথক দু’টি থানা এলাকা থেকে হিযবুত তাহরীর ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রাফসানুর রহমান ওরফে রিশান (২২), ফরিদ উদ্দিন সিদ্দিক (১৮), সাকিল আহমেদ (২০) ও মোঃ মাহমুদ হাসান (২০)।
সোমবার বিকেলে রাজধানীর শাহবাগের পূবালী ব্যাংকের সামনে ও তেজগাঁও এলাকায় আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান পিপিএম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএমপি’র শাহবাগ থানা পুলিশ জানান, সোমবার ফজরের নামাজের পর রাজধানীর শাহবাগের পূবালী ব্যাংকের সামনে থেকে ৪টি পোস্টারসহ হিযবুত তাহরীর সদস্য রাফসানুর, ফরিদ ও সাকিলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে এবং তার দেওয়া তথ্যমতে সোমবার বিকালে তেজগাঁও এলাকা হতে গ্রেফতার করা হয় মোঃ মাহমুদ হাসানকে। এ সময় তার হেফাজত হতে ১টি হার্ডডিস্ক, ২টি পেনড্রাইভ, ১টি সিপিইউ উদ্ধার করা হয়। তাদের হেফাজত হতে ৫টি মোবাইলও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এঘটনায় সংশ্লিস্ট থানায় আলাদা মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here