রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুন

0
225
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাপনের জন্য কাজ শুরু করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে এসেছে।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার সোনারগাঁও জনপথ সড়কের ১১ নম্বর চৌরাস্তা মোড় টপটেন শপিংমলের ওই ভবনের ৬ষ্ঠতলায় অফিসে রুমে এ আগুন লাগার ঘটনা ঘটে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: শফিকুল ইসলাম আজ রাতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা আজ রাতে আগুন লাগার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ওসি জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার সোনারগাঁও জনপথ সড়কের ১১ নম্বর সেক্টর চৌরাস্তা মোড় টপটেন শপিংমল ওই ভবনের ৬ষ্ঠ তলায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাপনের জন্য কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে এসেছে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: শফিকুল ইসলাম আজ রাতে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ, বৈদ্যুতিক গোলযোগ (সার্কিট বেকার) থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ওই ভববনের একটি বিশাল সাইনবোর্ড উপর থেকে নিচে পড়ে গিয়ে সার্কিট বেকার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here