
ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের কামারপট্টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। বুধবার দিনগত রাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেল লাইনের দুই পাশের বস্তি ও কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
তিনি বলেন, খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারের আগুন ভোর সোয়া ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রাজধানীর বনানী, গুলশান, ডেমরা, গাউছিয়া মার্কেট ও তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারের পর এবার আগুন লাগল খিলগাঁও কাঁচাবাজারে।
গত ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওয়ারীতে হাসপাতালে আগুন লাগার খবর গুজব: ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, রাজধানীর ওয়ারীতে সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে আগুন লাগার খবর গুজব। ফায়ার সার্ভিস বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সেখানে আগুন লাগার খবরে ঘটনাস্থলে গিয়ে এর কোনো সত্যতা পায়নি।
এর আগে, আগুন লাগার খবরে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর মো. ফরহাদুল আলম জানিয়েছিলেন, সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার তানহা জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো সত্যতা পাননি তারা।
ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই শাহজাহান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি।
রাজধানীর ট্রপিক্যাল টাওয়ারে আগুন
রাজধানীর তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (৩ এপ্রিল) আনুমানিক রাত ৮টার দিয়ে এই আগুন লাগে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাজধানীর ওয়ারীতে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালেও আগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়।
হাসপাতালে আগুন লাগার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল অপারেটর ফরহাদ বলেন, ‘আমরা আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আমরা পাঠিয়েছি।’
তবে এ বিষয়ে সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা অগ্নিকাণ্ডের বিষয়টি অস্বীকার করেন। তারা জানান এ ধরণের কোন ঘটনা ঘটেনি। এটা ভুয়া সংবাদ। কে বা কারা এ ধরণের সংবাদ ছড়িয়েছে আমরা জানিনা।
