গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
201
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্প স্থাপনের উপযোগী অর্থনৈতিক অঞ্চল আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদনের এবং নতুন শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থরও এসময় উদ্বোধন করেন।
এর অংশ হিসেবে গাজীপুর জেলায় বে অর্থনৈতিক অঞ্চল লি. এ অন্তর্ভুক্ত মিয়াগো (বাংলাদেশ) লি. এর বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় গাজীপুর প্রান্তে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম শরিফুল ইসলাম, সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, মিয়াগো (বাংলাদেশ) লি. এর প্রতিনিধিগণ ও সকল স্তরের জনসাধারণ।
গাজীপুরের বে অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত প্রায় ১৫০০ এর অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরো কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মিয়াগো (বাংলাদেশ) লি. বর্তমানে ৫০০ লোক কাজ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ও রাজস্ব অর্জনে এই অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here