
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর শনির আখড়ায় একটি রঙের কারখানা ও উত্তরায় একটি নির্মানাধীন কহুতল ভবনে পৃথক দুটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, হতাহতের কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার বেলা ১১টা ও দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর শনির আখড়ার বাগার বাড়ি ও উত্তরা ১৩ নম্বর সেক্টর ৩ নম্বর রোডের ১৯ ও ২০ নম্বর বাড়িতে আলাদা দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শনির আখড়া বাগান বাড়ি এলাকায় একটি রঙের কারখানা ও গোডাউনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছে বেলা ১১টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তবে, তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বৈদ্যুতিক যোগযোগ কিংবা সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পাওে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচেছ। তবে, এখনও কোনও হতাহতের সংবাদও পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: সৈয়দ মনিরুল ইসলাম আজ জানান, আজ মঙ্গলবার দুপুর সোয়্ া১৫টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর ৩ নম্বর রোড ১৯ ও ২০ নম্বর ১০ তলা নির্মানাধীন বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
মো: সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ওই নির্মাণাধীন বহুতল বাড়িতে বৈদ্যুতিক ওয়েল্ডিংয়ে কাজ করার সময় ভবনে টাঙ্গানো পাটের চটের মধ্যে আগুণ লাগলে এঘটনা ঘটে। এসময় কেউ হতাহত হয়নি।
এদিকে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টর নাটোর টাওয়ারে ৮মতলায় লিফটের মধ্যে ৮জন মানুষ আটকা পড়েন। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছে তাদেরকে স্থানীয় লোকজনের সহযোগিতায় নিরাপদে উদ্বার করে।






