
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রবাড়ি থানার শনির আখড়া এলাকায় ইলিশ মাছের বাক্সভর্তি কার্টন এর ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-২) এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৮০০ টাকা, ছয়টি মোবাইল ফোন, চারটি চ্যানেল বক্স উদ্ধার করে র্যাব।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- আবেদ হোসাইন (৩৬), বাপ্পী (৩৫) ও শাহেদ (৩৫) ও মিজান (২৯)।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে রাজধানীর যাত্রাবাড়ি থানার শনির আখড়া এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবা সহ আটক করা হয়।
র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-২) এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কক্সবাজার থেকে ইলিশ মাছের বাক্সে করে ইয়াবা ট্যাবলেট ঢাকায় নিয়ে আসছিল ধৃত মাদক ব্যবসায়ীরা। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল এমনই একটি চক্র ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসছে। এমন খবর পেয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখরা এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা চার মাদক চোরাকারবারিকে আটক করা হয়। আটকরা ইলিশের বক্সে অভিনব পন্থায় ইয়াবা বহন করছিল। সেই মাছের বাক্স তল্লাশি করেই ১১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। জিঞ্জাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন ও তাদের সহযোগিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।






