রাজশাহীতে অসহায়দের বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

0
203
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া রাজশাহীর হতদরিদ্রদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের অন্তর্ভূক্ত বাংলাদেশ ইনফেন্ট্রি জেরিমেন্টাল সেন্টারের উদ্যোগে গত প্রায় এক সপ্তাহ ধরে তারা দুর্গম এলাকাতে গিয়েও ত্রাণ দিয়ে আসছে। আজ শুক্রবারওঁ তারা জেলার বিভিন্ন এলাকায় গিয়ে হতদরিদ্রদের মাঝে খাবার পৌঁছে দেন।
সূত্র মতে, চাল, ডাল, আটা, তেল, আলু, লবণ, হ্যান্ডস্যানিটাইজার ও একটি করে সাবান প্যাকেট জেলার হতদরিদ্রদের বাড়ি বাড়ি ছুটছেন সেনা সদস্যরা। রাহশাহী নগরীর শাহমখুদম এলাকা থেকে শুরু করে জেলার দুর্গাপুরের আমগাছী, গৌরিহার, গোদাগাড়ীর তেরপাড়া, ধইসিপুর, ধনাঞ্জয়, ধমচিপুর, ধরজয়পুর, দিগ্রাম, ধনচাঁনপুর ও আমতলী, মোহনপুর উপজেলা, পুঠিয়া, বাগমারাসহ অন্যান্য উপজেলার প্রায় ৩ তিন হাজার মানুষের মাঝে এরই মধ্যে ত্রাণ পৌঁছে দিয়েছেন সেনা সদস্যরা। গ্রামে গ্রামে গিয়ে নিজেরাই কাঁধে করে সেনা সদস্যরা ত্রাণের বস্তা পৌঁছে দিচ্ছেন।
সূত্র মতে, রাজশাহীতে প্রাথমিক পর্যায়ে চার হাজার হতদরিদ্র পরিবারকে সহায়তা করবেন সেনাবাহিনী সদস্যরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here