রাণীশংকৈলে শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনাসভা

0
59
728×90 Banner

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ‘শিক্ষকের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রথম বারেরমতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (২৭ অক্টোবর) বৃহস্পতিবার জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনূষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এদিন রাণীশংকৈল ডিগ্রী কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি অবসর প্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ সম্পাদক তাজ উদ্দীন আহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার বেলালউদ্দীন সরকার, বাশিস সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, বাশিস সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, স্বাধীনতা শিক্ষক পরিষদ সম্পাদক শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক প্রধান শিক্ষক ইয়াকুব আলী, প্রভাষক আমিরুল ইসলাম, নেকমরদ কারিগরি কলেজ সহকারি অধ্যাপক মনিরুজ্জামান মনি ও রুকুন্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, সহকারি অধ্যাপক শাহজাহান আলী, বীর মুক্তিযুদ্ধা হাবিবর রহমান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতনের সহ-সভাপতি হুমায়ুন কবির, ইডুকো বাংলাদেশি প্রতিনিধি মোতাহার হোসেন, ইএসডিওর প্রেমদীপ প্রকল্প ম্যানেজার খাইরুল আলম, প্রধান শিক্ষক কুশমত আলী। অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক। পরে কৃতি শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here