রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সুইস প্রেসিডেন্টের শুভেচ্ছা

0
79
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইগনাজিও কাসিস।
রবিবার (১৩ মার্চ) ঢাকায় সুইজারল্যান্ডের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ৫০ বছর আগে ঠিক এদিনে সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
শুভেচ্ছা বার্তায় সুইস প্রেসিডেন্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সহযোগিতার কথা উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমাগত বিস্তৃতি ও গভীর করার উপর জোর দেন।
বিগত ৫০ বছরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে সুইজারল্যান্ড। এদেশে সহায়তা বাবদ ১ দশমিক ২ বিলিয়ন সুইস ফ্রাঁ বা ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশিবিনিয়োগ করেছে সুইজার‌ল্যান্ড।
এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অনুদানও দিয়েছে।
দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যও দ্রুত বাড়ছে। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য ১ বিলিয়ন সুইস ফ্রাঁ বা ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। বর্তমানে দেশটির কোম্পানিগুলোর অধিকাংশই বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here