রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে অগ্নিসংযোগ, ভাংচুর কিশোরী নিহত

0
129
728×90 Banner

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাংচুরের সময় আফসানা আক্তার (১৮) নামে এক কিশোরী নিহত হয়েছে। গত রবিবার দিবাগত রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী আফাসানা আক্তার (১৮) কাচারিকান্দি গ্রামের নান্নু মিয়ার কন্যা।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছিল। সর্বশেষ গত মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ঐ সংঘর্ষের টানা ৪ দিনের টেটাযুদ্ধে ৩ জন নিহত হয়। এর মধ্যে গত এক মাস পরিবেশ শান্ত থাকলেও রবিবার সকাল থেকে দুই পক্ষই উত্তেজিত হয় এবং মধ্যে রাতে এক পক্ষ অপরপক্ষ্যের প্রায় ১৫ টি বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে সোমবার সকালে নিহত অবস্থায় বাড়ির পাশে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখা যায়।
পাড়াতলী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগ ও সংঘর্ষ হয়। সকালে ঐ কিশোরীর মরদেহ পাওয়া যায় বাড়ির পাশেই। রাতে কিভাবে সে মারা যায় তা এখনও আমরা পুরোপুরি নিশ্চিত নই। তবে রাতে সংঘর্ষ চলাকালীন কোন এক সময় সে নিহত হয় বলে ধারনা করছি।
রায়পুরা থানার এএসআই সেলিম মিয়া বলেন, এলাকায় স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here