দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনের উৎপাদনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে

0
96
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, দেশের মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে হলে দেশেই ভ্যাকসিন উৎপাদন করতে হবে। বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে দিকনির্দেশনা প্রদান করেছেন তা অত্যন্ত সময় উপযোগী ও বাস্তবসম্মত। ইতোমধ্যে নীতিগতভাবে অ্যাসেনশিয়াল ড্রাগ লিমিটেড (ইডিসিএল)কে অনুমতি দেওয়া হয়েছে। ইডিসিএল এর মাধ্যমে গোপালগঞ্জ জেলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তবে করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম টিকা হলো মাস্ক। নিজেকে এবং অন্যদেরকে সুরক্ষা করতে অবশ্যই নিয়মিত মাস্ক পড়তে হবে। হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কমপক্ষে ২ সপ্তাহ ‘ঘরবন্দি’ থাকা অতীব জরুরি। আজ সোমবার ২৮ জুন ২০২১ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়ার সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ সোমবার ২৮ জুন ২০২১ইং তারিখে ১১০ জন কোভিড ১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এ নিয়ে আজ সোমবার ২৮ জুন ২০২১ইং পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৭ হাজার ৬ শত ৬২ জন। গত ২১ জুন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৬ শত ৪৮ জন। এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে গত আজ সোমবার ২৮ জুন ২০২১ইং পর্যন্ত ১ লক্ষ ৫৬ হাজার ৭ শত ৯৮ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ সোমবার ২৮ জুন ২০২১ইং পর্যন্ত ১ লক্ষ ৩ হাজার ৮২ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ সোমবার ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৬ শত ২ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৩ শত ৩৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৪ শত ৫৫ জন। বর্তমানে ভর্তি আছেন ১৪০ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here