রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

0
178
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ও তার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব তলব এবং তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউ (বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট)।
এছাড়া এঘটনায় বুধবার বিকেলে রাজধানীর মিরপুর ১২ নম্বরে সেকশনে রিজেন্ট হাসপাতালটি সিলগালা করে দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
বুধবার দিবাগত রাতে সংস্থাটির প্রধান আবু হেনা মো. রাজী হাসান গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আইন অনুযায়ী কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিপোর্ট থাকলে বা কারও ব্যাপারে তথ্যের দরকার হলে আমরা ব্যাংক হিসাব তলব করি। রিজেন্ট হাসপাতালের মালিকের ব্যাংক হিসাবও আইন মেনে তলব করা হয়েছে।’ সব বাণিজ্যিক ব্যাংকের নির্বাহী প্রধানদের কাছে এ বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে, গত মঙ্গলবার (৭ জুলাই) করোনাভাইরাসের সন্দেহভাজন নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া, নিয়মবহির্ভূতভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় এবং মেয়াদপূর্তির পরও লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগে করোনা ডেডিকেটেড বেসরকারি রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এরপর ঘটনার দিন মঙ্গলবার ( ৭ জুলাই) মধ্য রাতেই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে এলিট ফোর্স র‌্যাব।যার মামলা নম্বর-৫।ধারা
দণ্ডবিধি ৪০৬/৪১৭/৪৬৫/৪৬৮/৪৭১/২৬৯ ধারায় প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনকে আসামি করে একটি মামলা করা হয়। আটজনকে আটক করা হয়েছে। সাহেদসহ নয়জন পলাতক।পরবর্তীতে মামলার ৮জন আসামীকে বুধবার জিঞ্জাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েআদালতে পাঠালে শুনানী শেষে আদালত আসামীদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন— হাসপাতালের অ্যাডমিন অফিসার আহসান হাবীব (৪৫), এক্সরে টেকনিশিয়ান হাসান (৪৯), মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), রিসিপশনিস্ট কামরুল ইসলাম (৩৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত অনিক (৩৩), গাড়িচালক আব্দুস সালাম (২৫), এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশীদ খান জুয়েল (২৮),ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজ (৪০), হাসপাতাল কর্মচারী তরিকুল ইসলাম (৩৩), স্টাফ আব্দুর রশিদ খান (২৯), স্টাফ শিমুল পারভেজ (২৫), কর্মচারী দীপায়ন বসু (৩২) ও মাহবুব (৩৮)। অপর দু’জনের নাম জানা যায়নি।
এদিকে, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা আজ গনমাধ্যমকে জানান, ‘করোনা টেস্ট না করে রোগীদের জাল রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে থানায় মামলা করেছে। তাদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। যার মামলা নম্বর হল-৫।
ওসি জানান, গ্রেফতারকৃত আসামীরা এখন ৫ দিনের পুলিশ রিমান্ডে আছেন। তাদেরকে ব্যাপক জিঞ্জাসাবাদ করা হবে।
রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা :
এদিকে, বুধবার বিকেলে রিজেন্ট হাসপাতাল লিমিটেডের উত্তরা শাখা সিলগালা করার পর এবার মিরপুরের শাখাটিও সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর আগে হাসপাতালের ভেতরের সব জিনিসপত্র গুনে রাখা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর ১২ নম্বরে সেকশনে রিজেন্ট হাসপাতালটি সিলগালা করে দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় হাসপাতালে কোনও রোগী ছিল না।
সিলগালা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা গতকাল পর্যন্ত রোগীদের অন্যত্র শিফট করে দিয়েছি। এরপর আজ হাসপাতালটি সিলগালা করা হয়েছে।’
পুলিশ, র‌্যাব ও দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, প্রতারণা ও করোনাভাইরাস টেস্টের নমুনা জাল করার অভিযোগে কোভিড-১৯ ডেডিকেটেড রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় সোমবার (৬ জুলাই) বিকাল থেকে অভিযান চালায় র‌্যাব। এ সময় হাসপাতাল ও রিজেন্টের অফিস থেকে বিপুল পরিমাণ করোনা পরীক্ষার জাল সনদ, অননুমোদিত কিট ও ফেলে রাখা নমুনা উদ্ধার করা হয়। আটক করা হয় আট জনকে। এ ঘটনায় ৭ জুলাই রাতে একটি মামলা হয়। মামলায় রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে আসামি করা হয়েছে।
অপর দিকে, র‌্যাবের অভিযানে রাজধানীর বেসরকারি রিজেন্ট হাসপাতালে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় অবিলম্বে এর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশের কথা জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল ইসলাম।
সরকারের সঙ্গে হাসপাতালটির চুক্তি ছিল ভর্তি রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার। সরকার এ ব্যয় বহন করবে। কিন্তু তারা রোগীপ্রতি লাখ টাকার বেশি বিল আদায় করেছে। রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছে এই মর্মে সরকারের কাছে ১ কোটি ৯৬ লাখ টাকার বেশি বিল জমা দেয়। রিজেন্ট হাসপাতাল এ পর্যন্ত ২০০’র মতো কোভিড রোগীর চিকিৎসা দিয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here