রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ওআইসি

0
74
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রোহিঙ্গা ইস্যুতে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া। রোববার বিকেল সাড়ে ৪টায় কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ওআইসি চায় রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যাক। সেজন্য আন্তর্জাতিকভাবে ঐক্যমত তৈরি করতে কাজ করছে ওআইসি।’
ইউসেফ আলডোবেয়া আরও বলেন, ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা চলছে, ওই মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায়বিচার পায় তার জন্য আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।’
এর আগে সংস্থাটির সহকারী মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যাম্পে পৌছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধি দলের পাঁচ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়জন সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন। আজ রোববার সকালে প্রতিনিধি দলটি হেলিকপ্টার যোগে ভাসানচরে পৌঁছে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here