র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালকের দায়িত্বভার গ্রহণ

0
179
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন লেঃ কর্ণেল আশিক বিল্লাহ।
লেঃ কর্ণেল আশিক বিল্লাহ, পিপিএম, এসইউপি, পিবিজিএমএস, এসি ০৮ জুলাই ২০২০ তারিখে লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম, বিপিএম (সেবা), পিএসসি, এসি এর স্থলাভিষিক্ত হলেন।
লেঃ কর্ণেল আশিক বিল্লাহ গত ২৬ নভেম্বর ২০০০ তারিখে ৪৩তম বিএমএ লং কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি পিজিআর এবং বিজিবি’র বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কঙ্গো’তে জাতিসংঘ মিশন MONUC এবং MONUSCO এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
লেঃ কর্ণেল আশিক বিল্লাহ গত ১৫ জানুয়ারি ২০১৭ তারিখে প্রেষণে র‌্যাব ফোর্সেসে যোগদান করেন এবং গত ০২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ এর উপ-অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি প্রাপ্ত হয়ে ০৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে র‌্যাব-২ এর অধিনায়কের দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে র‌্যাব-২ জঙ্গি, মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারীসহ বিভিন্ন অপরাধীদের দমনে সফলতার সাথে কাজ করেছে। এছাড়াও সমাজের নানামূখী অপরাধ ও অপশক্তি/দুর্নীতি বিরোধী (ক্যাসিনো) এবং রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলায় জঙ্গি আস্তানায় অভিযানে লেঃ কর্ণেল আশিক বিল্লাহ সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন।
লেঃ কর্ণেল আশিক বিল্লাহ দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি উগান্ডা, কেনিয়া, ইউএই, রুয়ান্ডা, তুর্কি মালয়েশিয়া, সিঙ্গাপুর, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি হতে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সরকারী কর্তব্যে গমন করেন।
তিনি সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। তিনি সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সেনা উৎকর্ষ পদক (এসইউপি), বর্ডার গার্ড বাংলাদেশ এ ভূমিকা পালনের জন্য বর্ডার গার্ড প্রেসিডেন্ট পদক – সেবা (পিবিজিএমএস) এবং জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূলসহ আইন-শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রেসিডেন্ট পুলিশ মেডেল- সাহসিকতা (পিপিএম) পুরস্কারে ভূষিত হন। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, পেশাদারিত্ব, বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর সেটি নিয়ন্ত্রণেও নিজের অধীনস্থ ফোর্সকে করোনামুক্ত রাখতে লেঃ কর্ণেল আশিক বিল্লাহ’র অনন্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়। লকডাউন, হোমকোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করণেও তার ছিলো অনন্য ভ‚মিকা। তার উদ্যোগে ব্যাটালিয়নে কর্মরত সকল র‌্যাব সদস্যকে সুরক্ষাসামগ্রী দেওয়ার পাশাপাশি তার দায়িত্বপূর্ণ এলাকায় জনসাধারনের মধ্যেও এ সব সামগ্রী বিতরণ করা হয়। তার নির্দেশক্রমে জনসমাগম স্থানে বেশ কয়েকটি জীবানুমুক্তকরণ কেন্দ্র স্থাপন করা হয়। এছাড়াও দুর্গত মানুষের সহায়তায় তিনি খাদ্যসামগ্রীসহ ব্যাপক ত্রাণ তৎপরতা পরিচালনা করেন। তিনি একজন করোনা জয়ী যোদ্ধা। করোনা নির্মূলে দিনরাত কাজ করতে গিয়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here