লালপুরে কোভিড-১৯ টিকাদান কর্মসুচির উদ্বোধন

0
76
728×90 Banner

লালপুর (নাটোর) প্রতিনিধি : প্রথম সারির ৪০ জন করোনা যোদ্ধাকে টিকাদানের মধ্যে দিয়ে নাটোরের লালপুরে কোভিড -১৯ করোনা ভাইরাসের টিকাদান কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার(৭ ফেব্রুয়ারি )দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ টিকাদান কর্মসুচির উদ্বোধন করেন নাটোর -১ ( লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.কে.এম শাহাব উদ্দীন এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার আহম্মেদ রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার,ওসি তদন্ত আবু
সিদ্দিক,লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য কামরুজ্জামান লাভলু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা ,ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
উপজেলায় প্রথম পর্যায়ে সাড়ে তিন হাজার মানুষকে এ টিকা দেয়ার কথা থাকলেও এখন (শনিবার মধ্যরাত) পর্যন্ত মাত্র ৯শ ৩৭ জন রেজিস্টশন করেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সংসদ শহিদুল ইসলাম বকুল সকলকে টিকা নেয়ার জন্য রেজিস্টশন করতে আহবান জানানো হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here