লালপুরে ভন্ড পীরের বিরুদ্ধে মামলা, জামিনে এসে অভিযোগকারীকে প্রাণ নাশের হুমকি

0
150
728×90 Banner

প্রতিনিধি, লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে শুকুর আলী নামে এক ভন্ডপীরের অনৈতিক কাজের প্রতিবাদ করায় মারপিটে আহত হয়ে মামলা করে জীবন নিয়ে শংকায় পড়েছেন তারই সাবেক এক ভক্ত মজনু রহমান। মামলায় কারাগার থেকে বের হয়ে এসেই মজনুকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে ভন্ড পীর শুকুর আলী ও তার সমর্থকরা। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে জীবনের নিরাপত্তা ও ধর্মের নামে অনৈতিক এসব কর্মকান্ড বন্ধের দাবী করেছেন মজনু রহমান।
বুধবার (৪ মার্চ) লালপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য রাখেন মজনু।
এ সময় মজনু বলেন, কৌশলে তার চাকুরি থেকে অব্যাহতি করিয়ে শুকুর আলী তার কাছে নিয়ে আসেন। এরপর নানা উপায়ে বাড়ির কাজ করানো থেকে শুরু করে সহযোগি হিসাবে কাজ করাতো। পরে এক বছর আগে তিনি শুকুরের কাছ থেকে চলে আসেন এবং তার অনৈতিক কাজের প্রতিবাদ করেন। এ ঘটনার জেরে গত ১৬ ফেব্রæয়ারী মজনুর চাচা গোলাম মোস্তফার দোকানের সামনে শুকুরের সমর্থকরা তার ওপর হামলা করে ও তার চাচার দোকানে হামলা ভাংচুর করে। এ ঘটনায় মজনু বাদী হয়ে লালপুর থানায় মামলা করলে পুলিশ শুকুর আলীকে আটক করে জেল হাজতে পাঠায়। মঙ্গলবার (৩ মার্চ) জামিনে বের হয়ে শুকুর আলী মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে। তা না করলে মজনুকে হত্যার হুমকি দিচ্ছে সে। তাই জীবনের নিরাপত্তা ও ধর্মের নামে শুকুরের অনৈতিক কর্মকান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় ওই এলাকার গণ্যমান্য বক্তিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here