শনিবার থেকে ডিএনসিসি’র ফের ১০ দিন ব্যাপী চিরুনি অভিযান

0
149
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আগামীকাল শনিবার থেকে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে ফের ১০ দিনব্যাপী চিরুনি অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ শুক্রবার ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন অভিযানের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডিএনসিসি সুত্রে জানা গেছে, চলতি বছরের গত ৬ জুন থেকে প্রথম পর্যায়ে শুরু হওয়া ১০দিনের চিরুনি অভিযানে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে মোট ১ লাখ ৩৪ হাজার ১৩৫টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ১ হাজার ৬০১টিতে এডিস মশার লার্ভা এবং ৮৯ হাজার ৬২৬টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।
জানা যায়, অভিযানকালে দেখা গেছে ডিএনসিসির শতকরা প্রায় ৬৭ ভাগ স্থাপনায় এডিসের বংশবিস্তারের উপযোগী পরিবেশ বিরাজমান এবং শতকরা প্রায় ১.২ ভাগ স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যায়।
সেসময় ডিএনসিসির ১০দিনের চিরুনি অভিযানে ১৬০১টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়ায় ২৪ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here