
ডেইলি গাজীপুর প্রতিবেদক: রেশনের বরাদ্দ থেকে করোনা দুস্থদের মাঝে খাদ্যসাগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ ব্রিগ্রেডের একটি দল সোমবার দুপুরে বাগেরহাটের শরণখোলায় দুস্থদের বাড়ি বাড়ি এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।
এ সময় করোনাভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও মানুষকে ঘরে থাকার আহ্বান জানান এবং জীবাণুনাশক স্প্রে করেন সেনাসদস্যরা।
শেখ হাসিনা সেনানিবাসের ৪৩ বীর ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল শামস ইয়াসিন খান ও ক্যাপ্টেন আরাফাত হোসেন অনি ত্রাণ বিতরণ দলের নেতৃত্ব দেন।
কর্নেল শামস ইয়াসিন খান বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা এবং সরকারের নির্দেশনা অনুযায়ী জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। তার ধারবাহিকতায় আমাদের রেশনের বরাদ্দ থেকে গ্রামের প্রকৃত গরিব ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।






