শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবধর্না 

0
354
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবধর্না ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠান আজ বুধবার (১৫ জুন ২০২২)অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম জিয়াউর রহমান মামুনের সভাপতিত্বে ও এস এম মুরাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান (বি কম)। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,মাইলেশিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল আলম, সহকারী প্রধান শিক্ষক মো.নুরুজ্জামান, শাহিদা সরকার, মো. আব্দুস সাত্তার, মো.আমান উল্লা, শামসুল আরেফিন সিদ্দিকী সহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।


জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। পরীক্ষার্থীকে বিশ্বাস করতে হবে যে ‘আমি পারবো’। প্রধান শিক্ষক একে এম জিয়াউর রহমান মামুন শিক্ষার্থীদের উদ্যেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্যে সামনের দিনগুলিতে পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রস্তুতি করবে, সে বিষয়ে গুরত্বপূর্ণ বক্তব্য তুলে ধরে তিনি বলেন বিগত বছরে কৃতিত্বের সাথে শতভাগ পাঁশের গৌরব অর্জন করে আসছে আমি বিশ্বাস করি বরাবরের মতো এবছর ও শতভাগ পাঁশের মাধ্যমে ধারাবাহিতা অক্ষুণ্ণ রাখবে। বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here