মান্দায় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী ১০ বিষয় নিয়ে কর্মশালা অনুষ্টিত

0
147
728×90 Banner

নওগাঁ সংবাদদাতাঃ নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী বিষয় নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় আজ মঙ্গলবার পরিষদের হলরুমে আয়োজিত কর্মশালায় নওগাঁ জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসান প্রধান অতিথি ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রমূখ।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আটটি গ্রুপে বিভক্ত হয়ে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ বিষয় নিয়ে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও প্রচারে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করেন।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমামসহ বিভিন্ন পেশার ৫০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here