শাহজাদপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

0
165
728×90 Banner

আবির হোসাইন শাহীন : সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
আয়োজনের মধ্যে ছিলো, হরেক রকমের ভর্তা দিয়ে পান্তা, মঙ্গল শোভা যাত্রা, বাংলা খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কলেজ মাঠে নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়। মাঠে সরকারি কলেজ,মহিলা কলেজ, শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল,ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়, রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন ষ্টল সাজানো হয়। এসময় বাঙ্গালির সংস্কৃতি অনুযায়ী বিভিন্ন ফল, শরবত. পিঠা,বাদাম, পান্তাসহ নানা রকমের খাবার বিনামুল্যে মানুষকে খাওয়ানো হয়। শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষেকে পান্তা ও ফলমুল খাওয়ানো হয়। রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় বাংলাদেশ এর পক্ষ থেকে আলাদাভাবে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। সকালে উপজেলা আওয়ামীলীগ , উপজেলা প্রশাসন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, রংধনু কিন্ডার গার্টেন শোভাযাত্রা বের করে। আলাদা আলাদা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ হাসিব সরকার প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here