শাহজালালে ১৪৮ কার্টন আমদানী নিয়ন্ত্রিত সিগারেটসহ আটক ২

0
198
728×90 Banner

সানা উল্লা স্বপন: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪৮ কার্টন আমদানী নিয়ন্ত্রিত সিগারেটসহ ২ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বৃহস্পতিবার সকালে শারজাহ হতে আগত মোঃ ওমর ফারুক (৩৩) কে ৭৪ কার্টন সিগারেটসহ এবং একই সময়ে একই ফ্লাইটে আগত অপর যাত্রী মোঃ জাহিদ হোসেন(৩৩) কে ৭৪ কার্টন সিগারেটসহ আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন।
ঘটনার বিবরণে জানা যায় আটক মোঃ ওমর ফারুক (৩৩) এবং মোঃ জাহিদ হোসেন(৩৩) এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তারা এই সিগারেট শারজাহ থেকে এনেছেন বলে স্বীকার করেন। আটক সিগারেট ডানহিল ব্র্যান্ডের। আটক সিগারেটের মূল্য সাড়ে চার লক্ষ টাকা বলে জানা গেছে।
তাছাড়া তাদের কাছ থেকে ২৫ বোতল যৌন উত্তেজক ঔষধও পাওয়া যায়।
আটক মোঃ ওমর ফারুক (৩৩) ফেনি জেলার ছাগলনাইয়া থানাধীন পশ্চিম ছাগলনাইয়া কলেজ রোডস্থ সিরাজুল্লাহর পুত্র এবং আটক মোঃ জাহিদ হোসেন(৩৩), একই জেলা,থানা ও এলাকার মোঃ লোকমান হোসেনের পুত্র।
তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here