শাহজালাল বিমানবন্দরে ৩২ কোটি টাকা মূল্যের ৬৪০ পিস সোনার বার উদ্ধার

0
242
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম কর্তৃপক্ষ। জব্দকৃত সোনার মধ্যে ১০ তোলা ওজনের মোট ৬৪০ পিস সোনার বার রয়েছে। উদ্বারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলায়মান সাইফ আজ শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা আজ রাতে ৬৪ কেজি স্বর্ণ আটক করেছি। উদ্ধার অভিযান এখনো চলছে। এ ঘটনায় কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা কাজ করছেন।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন আজ শনিবার রাতে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মধ্যে ১০০ গ্রাম ওজনের মোট ৬৪০টি বার ছিল।
কাস্টমস কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, কারা এই স্বর্ণগুলো এনেছে, কার কাছে যাওয়ার কথা ছিল সেটা আমরা তদন্ত করে দেখব। এঘটনায় আজ রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। জব্দকৃত সোনা গুলো কাস্টম এর হেফাজতে রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here