শাহরাস্তিতে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি, ৮ দোকান ভস্মীভূত

0
210
728×90 Banner

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে অগ্নিকান্ডে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৫০ লক্ষ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক রাত দেড়টার দিকে ওই বাজারের আল আমিন হোটেল থেকে আগুনের সুত্রপাত ঘটে। হোটেলে সংরক্ষিত কাঠের লাকড়িতে আগুন লেগে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহরাস্তি ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে আবুল কালাম ভুইয়ার মুদি দোকান, দূর্লভ চন্দ্র মজুমদারের পল্লী ফার্মেসী, সহিদুল ইসলামের হার্ডওয়ার, দেলোয়ার হোসেনের ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং ও পাটওয়ারি টেলিকম এবং মোস্তফা কামালের আল আমিন হোটেলসহ সাইফুল ইসলামেন জনতা বেকারি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী তাদের অর্ধকোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ জাকির হোসেন জানান, দমকলের ৪ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারি কমিশনার, ভূমি) লিটুস লরেন্স চিরান, শাহরাস্তি থানার (ওসি) মো. শাহ আলম, জিলা পরিষদের সদস্য হুমায়ুন কবির মজুমদার, টামটা দক্ষিন ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, উপজেলা আনসার ভিডিপির কোম্পানি কমান্ডার পিপিএমবার আব্দুর সাত্তার ও টামটা উত্তরের আ’লীগের সেক্রেরাটী দিদার হোসেন পাটোয়ারী প্রমুখ ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন।
এসময় টেলি কনফারেন্সের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম ক্ষতিগ্রস্থদের শান্তনা জানিয়েছেন। পরে তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়ার জন্য নির্দেশনা দেন টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিককে।
জহিরুল ইসলাম মানিক জানান, আমরা ঘটনার স্থান পরিদর্শন করেছি। এমপির নির্দেশে ক্ষতিগ্রস্থদের মাঝে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here