
দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি: রাজস্ব খাতের আওতায় সরকারি জলাশয়, বর্ষায় প্লাবিত, ধানক্ষেত প্লাবন ভূমি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার শাহরাস্তি উপজেলা পরিষদের পুকুরে এ পোনামাছ অবমুক্ত করেন, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর-উত্তম এমপি।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা মো. তৌসিফ আহমেদ জানান, এ প্রকল্পে মোট ১০টি পুকুরে পোনামাছ অবমুক্ত করা হবে। প্রথম ধাপে উপজেলা পুকুরে ২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। কয়েক দিনের মাঝেই আরও ৯টি প্রতিষ্ঠানিক উন্মুক্ত জলাশয়ে পর্যায়ক্রমে বাছাইয়ের মাধ্যমে ২৩০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর-মুক্তিযোদ্ধা মো. ফরিদ উল্যাহ চৌধুরী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ, কৃষি অফিসার সোফায়েল আহম্মেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, আনসার ভিডিপির কর্মকর্তা মোহাম্মদ হানিফ সহ উপজেলা ও পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
