শেখ হাসিনার হাত ধরেই নির্মিত হবে মেঘনা টানেল: পানিসম্পদ উপমন্ত্রী

0
121
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যেভাবে পদ্মাসেতু হয়ে গেল তেমনি শিগগিরই মেঘনা নদীর নিচ দিয়ে টানেল নির্মাণ করা হবে। এতে চাঁদপুরের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ সহজ হবে।
শুক্রবার বিকালে শরীয়তপুরের সখিপুর থানার ‘মালবাজার জয় বাংলা সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন। উপমন্ত্রী বলেন, শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। তার হাত ধরেই বাংলাদেশের প্রতিটি এলাকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা দেয়া হচ্ছে। উন্নয়নের এক মডেলে পরিণত হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ।
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজালাল মালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, জেলা এলজিইডি প্রকৌশলী শাজাহান ফরাজী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান শিকদার, সখিপুর থানা আওয়ামী লীগ সভাপতি হুমায়ূন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, শংকর চন্দ্র বৈদ্য, কাইয়ূম পাইক, নাহিদুর রহমান স্বপন শিকদার, আবদুল খালেক খালাসী, রাসেল আহমেদ পলাশ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here