শেরে বাংলা স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৮ ফল প্রকাশ

0
634
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা পরিচালিত শেরে বাংলা স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৮ এর ফলাফল ২০ ফেব্রুয়ারী (বুধবার) ২০১৯ তারিখে প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশ অনুষ্ঠান সংস্থার সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ বছর ঢাকা ও বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত ৩য় – ৮ম শেণি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৩০৩ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে এবং বৃত্তি প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানানোর ব্যবস্থা নেয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংস্থার সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, শেরে বাংলা স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৮ পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. জাকিয়া পারভীন, কমিটির সদস্য সচিব ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এসভিপি ড. এম. কামাল উদ্দিন জসীম ও বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন রাজীবসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here