শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

0
247
728×90 Banner

হলধর দাস,নরসিংদী : হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব মহাঅবতার পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদী জেলা শাখা ও শহর শাখা পূজা উদযাপন কমিটি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। এর মধ্যে পূজা অর্চনা,প্রসাদ বিতরণ,আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী ছিল উল্লেখযোগ্য। সকাল সাড়ে ১০টায় শহরের গোপীনাথ জিউর আখড়াধাম চত্বরে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী নরসিংদী সদর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য লে. কর্নেল(অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী বিশ^নাথ বণিক, নরসিংদী জেলা প্রশাসক এর প্রতিনিধি উপসচিব ডিডিএলজি ড. মাহবুব-উল-করীম ও নরসিংদীর সুযোগ্য পুলিশ সুপার শ্রী প্রলয় কুমার জোয়ারদার। বিনয় কুমার সাহার উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা,জেলা হিন্দু মহাজোট সভাপতি সুব্রত কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, নরসিংদী শাখা ইসকনের অধ্যক্ষ প্রহল্লাদ দাস, সদর শাখা পূজা কমিটির সভাপতি নারারণ মেম্বার ও নরসিংদী শহর শাখা পূজা কমিটির সভাপতি উত্তম কুমার মোদক।
আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে গোপীনাথ জিউর আখড়াধাম থেকে জেলা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিভিন্ন শান্তির বাণী সম্বলিত ব্যানার ফেস্টুন সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ধর্মীয় ভাবগাম্বীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় আখড়াধামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাকালে জেলা পুলিশ বিভাগ আইন শৃংখলা রক্ষার্থে আগে থেকেই প্রশংসনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here