শ্রীলঙ্কায় মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ

0
164
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: ভয়াবহ আত্মঘাতী হামলার পর শ্রীলঙ্কাজুড়ে জারি করা জরুরি অবস্থার মধ্যে সব ধরনের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানিয়েছেন। তার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পরিচয় প্রকাশে বাধা সৃষ্টি করে- এরকম সব ধরনের মুখ ঢাকা পোশাক জরুরি বিধির আওতায় জাতীয় নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ করা হল।
বিবিসি লিখেছে, প্রেসিডেন্টের আদেশে বোরখা, নেকাব বা হিজাবের কথা আলাদাভাবে উল্লেখ করা না হলেও মূলত ওই ধরনের মুখ ঢাকা পরিধেয় বন্ধেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আট জায়গায় একযোগে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, যাতে নিহত হন ২৫৩ জন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। তবে শ্রীলঙ্কা সরকারের ধারণা, স্থানীয় মুসলিম জঙ্গি দল ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) ও জমিয়াতুল মিল্লাতু ইব্রাহিম-জেএমআই কোনো বিদেশি জঙ্গি দলের সহায়তায় ওই হামলা চালিয়েছে। দুই কোটি ১০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কায় মুসলিম অধিবাসী ১০ শতাংশের কম। মুসলিম নারীদের একটি কম অংশই নেকাব বা বোরখা পরে বলে মনে করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে দেশটির এক সংসদ সদস্য নারীদের বোরখা নিষিদ্ধের ব্যাপারে প্রস্তাব দেন। তিনি বলেন, নিরাপত্তা সংশ্লিষ্ট প্রয়োজনে এটি নিষিদ্ধ হওয়া উচিত। পরে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধে মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পরামর্শে মুসলিম স¤প্রদায়ের আলেমদের মতামত না নেওয়া পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছিল। গত ২১ এপ্রিল একাধিক গির্জা ও হোটেলে হামলার পর থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় উচ্চ সতর্কতা বিরাজ করছে। এযাবৎ ওই সিরিজ হামলায় জড়িত সন্দেহে ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও কলম্বোর যুক্তরাষ্ট্র দূতাবাস দেশটিতে আরো জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে বলছে, অনেক জঙ্গিই বিস্ফারকজাতীয় দ্রব্য নিয়ে ঘুরছে। লঙ্কান পুলিশ জানায়, সিরিজ বোমা হামলার পর পুলিশের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধে এক নারী ও চার বছরের এক শিশু আহত হয়। তদন্তে জানা যায়, নিহতরা বোমা হামলার সন্দেহভাজন মূল হোতার স্ত্রী ও কন্যা। এদিকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে যোগসাজশ ও ওই বোমা হামলায় জড়িত সন্দেহে আরো প্রায় ১৪০ জনকে খুঁজছে পুলিশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here