সবুজ আন্দোলনের ক্যাম্পাস প্রতিনিধি সভা অনুষ্ঠিত

0
207
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জলবায়ু সমস্যা মোকাবেলায় তরুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সবুজ আন্দোলন ছাত্রফ্রন্টের ক্যাম্পাস প্রতিনিধি সভা আজ ২৩ নভেম্বর ২০১৯ শনিবার রাজধানীর পল্টনস্থ সবুজ আন্দোলন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র লোকমান হায়দার চৌধুরী।
প্রধান অতিথি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি এ্যাড. আবু বকর ছিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, “আমরা দেখেছি যে কোন সামাজিক আন্দোলন ছাত্র সমাজের অংশগ্রহণের মাধ্যমে সফলতা লাভ করে। সবুজ আন্দোলন সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি ও জলবায়ু সমস্যা নিয়ে সেমিনারের আয়োজন করছে। সবুজ আন্দোলন ছাত্রফ্রন্ট এ সামাজিক আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি। ছাত্র সমাজ সচেতন হলে আমাদের শ্লোগান ‘সবুজ ক্যাম্পাস, নিরাপদ বাংলাদেশ’ বাস্তবায়ন সম্ভব’।
প্রধান আলোচক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ড. মোঃ রুহুল আমিন চৌধুরী তাঁর বক্তব্যে ছাত্রফ্রন্টের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “তোমরা প্রত্যেক ক্যাম্পাসে ছোট পরিসরে হলেও সহপাঠীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন কর। সবাইকে সচেতন করতে জলবায়ু সংকটের ভয়াবহতা সম্পর্কে ধারনা দাও। আমার বিশ্বাস সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের হুমকি থেকে বাঁচানো সম্ভব।”
প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক রিমা সরদার, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক রবিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আঞ্জুয়ারা খাতুন তুলি, কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সদস্য সচিব মোঃ নজিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তুহিন ভূঁইয়া, আব্দুল হান্নান মিল্টনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here