সব বিভাগ থেকে কক্সবাজারে রেল সংযোগ করা হবে: প্রধানমন্ত্রী

0
105
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজার পর্যন্ত রেললাইন সংযোগ দেশের মানুষের জন্য গৌরবের। কারণ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে রেলে করে আসার আকাঙ্ক্ষা সবারই ছিল। আজকে সেটি পূর্ণ হয়েছে। আমরা মানুষের সে আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি।
শনিবার দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজধানী ঢাকা থেকে নয়, আগামীতে যেন সব বিভাগ থেকে পর্যটকরা রেলে কক্সবাজারে আসতে পারে, সে ব্যবস্থা করা হবে। একই সঙ্গে চকরিয়া- মাতারবাড়িও রেল সংযোগ চালু করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এশিয়ান বৃহৎ এবং ঝিনুকের আদলে তৈরি আইকনিক এই রেলস্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার এখন থেকে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এর আগে আজ বেলা ১১টা ৩৫ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান শেখ হাসিনা। দুপুর সোয়া ১২টায় প্রধান অতিথির বক্তব্য শুরু করেন তিনি।
প্রধানমন্ত্রী সুধী সমাবেশে পৌঁছার পর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর পর অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের সঙ্গে ছবি তুলেন। এর পরই মঞ্চে উঠেন বঙ্গবন্ধুকন্যা। প্রধান অতিথির বক্তব্যের আগে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় একটি শুভেচ্ছা স্মারক। রেলমন্ত্রী ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন নুরুল ইসলাম সুজন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here